প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রোরেল।
আজ শুক্রবার সকালে ছয়টি বগি নিয়ে একটি মেট্রোরেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত চলাচল করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, তারা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেলপথ পরীক্ষা করার জন্য আজ সকালে দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত ছয়টি বগির একটি রেল পরীক্ষামূলকভাবে চালিয়েছেন।
তিনি বলেন, সংস্থাটি তাদের কাজের পুনর্মূল্যায়নের জন্য ২৯ আগস্ট একই কোচগুলো রেলপথে আবারও পরীক্ষামূলকভাবে চালাবে।
করোনাভাইরাস মহামারিতে নানা বাধা সত্ত্বেও প্রকল্পের কাজের গতি অব্যাহত ছিল বলে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের জন্য দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে চলেছে।
ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট চারটি ট্রেন ইতোমধ্যে জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও পাঁচ সেট ট্রেন আসার কথা রয়েছে।
আগারগাঁও, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং মতিঝিল হয়ে উত্তরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১ কিলোমিটার রুটে চলাচলকারী ২৪টি ট্রেনের জন্য মোট ১৪৪টি কোচ থাকবে। প্রকল্পের তথ্য অনুযায়ী মোট ১৭টি স্টেশন থাকবে।