আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ অবস্থা নিয়ে বৈঠক করছেন আজ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নেতা মিন আং হ্লাইং শনিবার (২৪ এপ্রিল) আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে এ সম্মেলন চলছে।
আসিয়ান সম্মেলনে সশরীরে যোগ দেওয়ায় সামরিক অভ্যুত্থানের পর এটাই জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর। এ সম্মেলনে এসে অভ্যুত্থানের পর এই প্রথম প্রতিবেশী নেতাদের মুখোমুখি হলেন মিয়ানমার জান্তা প্রধান। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে উদ্ভূত সংকট নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করছেন প্রতিবেশী দেশের নেতারা।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আসিয়ানে মিয়ানমারের সদস্যপদ বাতিলের দাবীতে জাকার্তায় জোটের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনরত জনতাকেও দেখা গেছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এ অভ্যুত্থানের নেতা জেনারেল মিন আং হ্লাইং। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে। সামরিক জান্তার দমন পীড়নে দেশটিতে এ পর্যন্ত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মিয়ানমারের জান্তা সরকারের নিন্দা করছে পশ্চিমা বিশ্ব। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে মিয়ানমারের প্রতিবেশী দেশ চীনের তরফ থেকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি।