1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

লিটন দাস ও নাইম শেখের দুর্দান্ত শুরুর পর শেষ দিকে ঝড় তুলেছিলেন নুরুল হক সোহান। যাতে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদের বোলিংয়ের সামনে এতো বড় স্কোরের কাছাকাছিও যেতে পারেনি ওমান ‘এ’ দল। প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩ অক্টোবর ওমানে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কয়েক দিনের অনুশীলনের পর নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু হঠাৎ করেই প্রতিপক্ষ হিসেবে ওমান ‘এ’ দলকে পেয়ে যাওয়াতে তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়।

প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই থাকে মূল টার্গেট। ওমান ‘এ’ দলের বিপক্ষে সেই লক্ষ্য দারুণভাবেই পূরণ হয়েছে বাংলাদেশের। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে রান পেয়েছে বাংলাদেশ। পরে ভালো বোলিং করেছেন বোলাররা। অবশ্য মুশফিকুর রহিম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুবদের রান না পাওয়াটা অবশ্য একটা আক্ষেপ হয়ে থাকবে।

প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ১১ ওভারে ১০০ রান তোলেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস ও নাইম শেখ। দলীয় ১০২ রানের মাথায় ৩৩ বলে ৫৩ রানে ফিরেন লিটন দাস। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ১টি। নাইম শেখ খানিক বাদে ফিরেছেন ৩টি চার ২টি ছয়ে ৫৩ বলে ৬৩ রান করে।

মিডল অর্ডারে সৌম্য সরকার (৮), মুশফিকুর রহিম (০), আফিফ হোসেন ধ্রুব (৬) সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে তাদের ব্যর্থতা বুঝতেই দেননি নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী। শেষ ৩২ বলে ৮৩ রান তুলেছেন দুজন। সোহান মাত্র ১৫ বল খেলে ৪৯ রান করেছেন। ছক্কা মেরেছেন ৭টি। শামীম ১০ বলে ১৯ রান করেছেন ১টি চার ২টি ছয়ে। ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তোলে বাংলাদেশ।

পরে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পরে ওমান ‘এ’ দল। ১০ রানে দুই উইকেট হারানো ওমান ৫২ রানে হারায় চতুর্থ উইকেট। তারপর অবশ্য কিছুটা প্রতিরোধ গরার চেষ্টা করেছেন স্বাগতিকরা। তবে শরিফুল ইসলাম, সাইফউদ্দিনের বোলিংয়ের সামনে সেটা যথেষ্ট হয়নি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানে থেমেছে ওমান ‘এ’ দল। সর্বোচ্চ ৪৩ রান করেছেন শোয়েব খান। বাংলাদেশের হয়ে ৩০ রানে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন শরিফুল। সাইফউদ্দিন ১৭ রানে নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি