সুনামগন্জ প্রতিনিধি::সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অধীনে জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মুকিত ঝিগলী গ্রামের সন্জবপুর পাড়ার বাসিন্দা।অভিযোগে বলা হয়,তিনি প্রায়ই সরকারি দায়িত্ব পালন না করে গ্রামের দলাদলি ও মারমারিতে সক্রিয় ব্যস্ত থাকেন।কোভিড-১৯ ভাইরাসের কারণে কর্মস্থল ত্যাগের নিষেধ থাকলেও তা তিনি উপেক্ষা করে গ্রামের বিভিন্ন গ্রুপ তৈরি ও ঝগড়া সৃস্টিতে সহযোগিতা করার পাশাপাশি স্বয়ং নিজেই ঝগড়া করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেও দ্বিধাবোধ করেন নি।
গত ১২/৬/২০ ইংরেজিতে ঝিগলি গ্রামের খঞ্জনপুর পাড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে সাবাজ বাহিনীর গুন্ডাদের সাথে নিয়ে সাবেক মেম্বার মাসুক মিয়ার বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে আক্রমণ করেন এবং আব্দুল মুকিত অবৈধ বন্ধুক দিয়ে ফায়ার করে মাসুক মেম্বার এর ছেলে মিলন আহমদ এর পায়ে হাটুর নিচে গুলিবিদ্ধ করেন।এ ব্যাপারে মাসুক মেম্বার বাদি হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন।স্মারক নং-৪২০০(৩)২(১৪/৬/২০)।
এ ব্যাপারে মাসুক মেম্বার গত ১২ জুলাই ২০২০ ইংরেজি সিলেট বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক,ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন এবং পরবর্তীতে গত ৮ মার্চ মাসুক মেম্বার প্রতিকার চেয়ে আবারো অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মুকিত এর বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।
মামলার চার্জশিট ভূক্ত আসামী হওয়ার পরও আব্দুল মুকিত এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় যথাযথ কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন মাসুক মেম্বার।