Warning: Creating default object from empty value in /home/khaledka/public_html/soroborno.com/wp-content/themes/DhakaMirror/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রেমময়ী কবি প্রেমময়ী কবি – soroborno.com
  1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন

প্রেমময়ী কবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১


সুরাইয়া পারভীন লিলি
(উৎসর্গ::জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে)

বিদ্রোহী কবি কাজী নজরুল
তুমি বাংলার অহংকার,
তোমার বজ্রকন্ঠে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে
তুলেছিলে বিদ্রোহের ঝংকার।

তুমি সাম্যের কবি, তুমি প্রেমময়ী কবি
করোনী ভেদাভেদ জাতের,
অগ্নি শিখায় পুড়িয়ে নিজেকে
সন্ধান করেছো ভাতের।

তুমি প্রকৃতির কবি, তুমি জাতীয় কবি
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন
করেছিলে জেলে বসে,
তোমার চোখে আগুন ঝরেছে
বাংলার জনতা একত্রিত হয়েছে অবশেষে।

তুমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছো
হয়েছো জেলে বন্ধী,
বিদ্রোহের গান গেয়েছো তুমি
টেকেনি কোন ফন্দি।

তুমি ব্রিটিশ বিরোধী প্রতিবাদ করে
তুলেছিলে সেথায় ঝড়,
বাংলার জনতাকে দেশপ্রেম শিখিয়েছো
ব্রিটিশদের করেছো পর।

সাহস জুগিয়ে দেখিয়ে দিয়েছিলে
তুমি গাহিয়া সাম্যের গান
মরিয়া ও আজ অমর হয়েছো….
তোমার কবিতায় খুঁজে পায়
আমরা তোমার প্রাণ।

তুমি মুদির দোকানের খোকা থেকে
হয়েছো মসজিদের মোয়াজ্জেম,
জীবনটাকে বাজিয়ে দেখিয়েছো
খেলিয়া নির্ভয় গেইম।

তোমার স্মরণে পথ চলেছি আমরা
চলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
দেশের জন্য উৎস্বর্গ করে গেছেন তিনি
স্ব-পরিবারে দিয়ে প্রাণ।

তুমি শিখিয়ে গিয়েছো দেশপ্রেম
শুনিয়ে গিয়েছো সাম্যের গান,
জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জন্য
মুজিব করে গেলেন জীবন দান।

তুমি বাসিয়া ভালো নার্গিসকে
খোঁপায় পরায়ে তারার ফুল,
আলতা পরায়ে দু’পায়ে তাহার
কানেতে পরালে দুল।

তাই তো তুমি মরিয়া ও আজ
অমর হয়ে রয়েছো বিশ্বে,
তোমার গান, তোমার কবিতা
রয়েছে এখন ও শীর্ষে।

লেখিকা::কবি ও মহিলা সম্পাদিকা,স্বর্নালী সাহিত্য পর্ষদ,সিলেট এবং নার্সিং অফিসার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,সিলেট।।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি