সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রুডো বলেন, শেখ মুজিবুর রহমান এই স্বপ্ন (ভিশন) দেখেছিলেন বলেই বাংলাদেশ আজ এই বিশেষ দিনটি উদযাপন করতে পারছে। তিনি একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন, যা আজ বাস্তবে পরিণত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় কানাডার প্রধানমন্ত্রী এ কথা বলেন। জনগণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।