1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের’ মৌলভীবাজারের সভাপতি লিটন, সম্পাদক রাজীব

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক :: সাখাওয়াৎ হোসেন লিটনকে সভাপতি এবং ও হাবিবুর রহমান রাজীবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে দেশের কয়েকটি বিভাগ ও জেলা পর্যায়ে নতুন কমিটি অনুমোদন দেয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।
এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও সিনিওর সহ-সভাপতি মো. আহসান সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাখাওয়াৎ লিটন বলেন, ‘আদর্শে বঙ্গবন্ধু, প্রেরণায় শেখ হাসিনা, হৃদয়ে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আমরা মৌলভীবাজারের সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে চাই। স্কুল-কলেজ জীবনে আমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। পেশাগত জীবনে বিভিন্ন গণমাধ্যমে একই ধারায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। সেই অভিজ্ঞতার আলোকে মৌলভীবাজার জেলার সব সংস্কৃতি কর্মীদের সমন্বয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে জেলার অগ্রসরমান সংস্কৃতিকে আরও বেগবান করব। আমাদের নতুন কমিটিতে অনেক তরুণ ও প্রগতিশীল কর্মী অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের নিয়ে আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিতে আরও যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মতিউর রহমান সোহেল, শামীম আহমদ ফয়সল, আকমল হোসেন, কাওছার আহমদ। যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিকলু, পঙ্কজ চক্রবর্তী পঙ্কজ, শাহ মোহাম্মদ জুয়েল। সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, হাসিবুল ইসলাম নিলয়। দপ্তর সম্পাদক শফিকুর রহমান জুয়েল। সহ-দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ জুবেদ, প্রচার সম্পাদক অভিজিত রায় অভি, সহ-প্রচার সম্পাদক জয়ব্রত দাস জয়, সাংস্কৃতিক সম্পাদক নাজিয়া আক্তার চৌধুরী, পরিকল্পনা সম্পাদক আজহারুল ইসলাম আমান, আইন সম্পাদক সমরিতা ঐশী, অর্থ সম্পাদক প্রীতম সেন অনিক, সদস্য অনুকুল চন্দ্র দে (মৌলভীবাজার), চম্পক ভট্টাচার্য্য (মৌলভীবাজার), প্রভাষক কল্লোল দাশ (কুলাউড়া), কামরুল ইসলাম দোলন (শ্রীমঙ্গল), শেখ মো. মালম (রাজনগর), হাবিবুর রহমান রমজান (রাজনগর), গনেশ চন্দ্র দে (রাজনগর), রুহিন আহমদ (কমলগঞ্জ), অজয় কান্তি দাস (মৌলভীবাজার), মিফতাউল ইসলাম এলিন (কুলাউড়া), মৃদুল ঘোষ পাপলু (জুড়ি)।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপির দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক সফলতা কামনা করে দোয়া করা হয়।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি