1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

বসুন্ধরা এমডির জামিন শুনানি হচ্ছে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

গুলশানের ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। কিন্তু হাইকোর্টে আগাম জামিন শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় আজ তা হচ্ছে না। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই আগাম জামিন শুনানির দিন ধার্য ছিল। 

কিন্তু লকডাউনে আগাম জামিনের আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি হবে না জানিয়ে একটি নোটিশ দেওয়া হয়।  
এরপর আদালতের কার্যক্রমের শুরুতে বিচারপতি মামনুন রহমান জানিয়ে দেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন শুনবো না।’
আনভীরের পক্ষে জামিন শুনানির জন্য প্রস্তুত ছিলেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন।
২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মোসারাত জাহানের (মুনিয়া) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি