শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। হঠাৎ বৃষ্টি নামার পর বৃষ্টির গতিবেগ আরও বাড়ে। একটা সময় বৃষ্টি কমে এলেও ম্যাচ আবারও মাঠে গড়াবে বলে মনে হচ্ছিল না। কারণ বৃষ্টি পুরোপুরি থামতে এবং তারপর মাঠ খেলার উপযোগী করে তুলতে যতো সময়ের প্রয়োজন ততো সময় হাতে নেই। যাতে ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
এবারের আয়ারল্যান্ড সিরিজে প্রকৃতি বারবারই ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘন ঘন বৃষ্টির কারণে সিরিজের আগে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। অনুশীলন ঘাটতি নিয়ে আজ খেলতে নেমেছিল তামিম ইকবালের দল। বৃষ্টির কারণে এই ম্যাচটাও পরিত্যক্ত হয়ে গেল। আয়ারল্যান্ড ইনিংসের ১৬.৩ ওভারে হানা দেয় বৃষ্টি। তখন ৩ উইকেটে আইরিশদের রান ছিল ৬৫।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৯ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৪৬ রান তোলে বাংলাদেশ। পরে বোলিং করতে নেমে ২৭ রানেই স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পরে আরও একটা উইকেট তুলে নেয় সফরকারীরা।
এর মধ্যেই ১৭তম ওভারে বৃষ্টির হানা। অনেকক্ষণ পর সেখানেই ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেওয়া হলো। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১২ মে। তৃতীয়টি মাঠে গড়াবে ১৪ মে। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।