সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথা ভেঙে ২০২০-২১ অর্থবছরের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
শুক্রবার (৪ জুন) বিকাল ৩টায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। রীতি অনুযায়ী বাজেটের পরদিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, এবারের বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। আর বাংলাদেশের জন্য এটি ৫০তম বাজেট। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৮তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট।