আগামী ৫ জুন রোববার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনে জাতীয় বাজেট উত্থাপিত হয়। ফলে এ অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন।
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।