সুরাইয়া পারভীন লিলি
বাবার মুখের হাঁসি দেখে
মন যে গেছে ভরে,
কষ্ট দেখলে আমার বাবার
কলিজা যায় যে পুড়ে।
বাবার চোখে খুঁশি দেখলে
মনটি ওঠে নেচে,
বাবা আমার সোনার খনি
তাই যে আছি বেঁচে।
বাবা আমার চোখের মনি
আমার পরান পাখি,
তাই দেখেছি পৃথিবীর আলো
দিয়েছেন আল্লাহ্ আঁখি।
বাবা আমার মায়ের জীবনের
অনেক বড় ধন,
সারা জীবন করবো সেবা
এই করেছি পণ।
লেখিকা::মহিলা সম্পাদিকা::স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট।