শঙ্কাটা ছিলই। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্য হলো। শৈশব থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন যে ক্লাবের সঙ্গে, যে ক্লাবের সমার্থকে পরিণত করেছিলেন নিজেকে— শেষ পর্যন্ত আর সেই ক্লাবই কি না ছাড়তে হচ্ছে লিওনেল মেসিকে!
হ্যাঁ, শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে দিতে হচ্ছে মেসিকে। বলা ভালো, মেসিকেই রাখতে পারছে না বার্সেলোনা। মেসির সঙ্গে ক্লাব চুক্তি করেছিল ঠিকই, কিন্তু আর্থিক দৈন্যদশার কারণে সেই চুক্তি মেসিকে ধরে রাখার জন্য যথেষ্ঠ হচ্ছে না। লা লিগার নীতিমালা মেনে চুক্তি করেও তাই মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। অর্থটা পরিষ্কার— মেসি আর থাকছেন না বার্সেলোনায়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে বার্সেলোনার নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।