স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মুসল্লি ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মার্চ) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ শেষে মুসল্লিদের একটি অংশ মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা মিছিল সহকারে পুরানা পল্টন মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মিছিল থেকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। উভয়পক্ষের পক্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ পথচারী ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা যায়। পুলিশের ধাওয়ায় বায়তুল মোকাররমের উত্তর গেটে ভেতরে অবস্থান নেন মোদি বিরোধী মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা। মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।