1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:২২ অপরাহ্ন

বিএনপির নেতাকর্মীরা রাস্তার ভাষায় কথা বলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ঢাকা: বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (২ জুন) সকালে তিনি রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে এখন সময় ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।


বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি। বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষেদগার করে চলেছে। এখন তারা বলছেন, ‘আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুলকেই বাকসংযমী হওয়ার আহ্বান জানান।


তিনি বলেন, ‘আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি, ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’

বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারা শ্লোগান দেয় ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, ‘এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে? আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।’

ওবায়দুল কাদের বলেন, জনগণ মনে করে আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি