নিউজ ডেস্ক ::সিলেটের স্বনাম ধন্য বিদ্যাপিঠ দি এইডেড হাই স্কুল ব্যাচ-২০১৬ কর্তৃক আয়োজনে আজ বৃহস্পতিবার সিলেটের জিন্দাবাজারের রেস্টুরেন্ট ট্রিট গ্যালারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারও ইফতার মাহফিল পালন করা হয়েছে, ইফতার মাহফিল সম্পন্ন করতে নেতৃত্ব করেছেন ব্যাচ-১৬ এর প্রাক্তন ছাত্র মহসিন আহমেদ,পাশাপাশি মাহফিল সম্পন্ন করতে কাজ করেছেন সাকি,শামসুল,মুসা।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন-আবু সুফিয়ান নাঈম
নাদিম, সোহাগ, ফাহমিদ, চয়ন, সাজন, মোদক, তানজিদ, আদনান, অনিক,তন্ময়, সাহাব,, শাকিল, ফাহাদ আলী ইমেজ,মাহবুব, তালহা, হৃদয় লিমন, আরিফ, আল-আমিন রাজিব, শাইখ,মোজাম্মি ও প্রমুখ।ইফতারের দোয়া পরিচালনা করেন ব্যাচের শিক্ষার্থী আবু সুফিয়ান নাঈম ও অনিক।