1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর ঘোষণা করেছে। খবর বিবিসির।

সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহিত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পেয়েছিলেন।

চাদের সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। আগামী ১৮ মাস দেশটি সামরিক কাউন্সিল শাসন করবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত প্রেসিডেন্টের ছেলে জেনারেল মহামাত কাকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইদ্রিস ডেবি ১৯৯০ সালে এক সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে চাদের ক্ষমতায় এসেছিলেন। গত সপ্তায় তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চল সফরে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি