আয়শা রুনা
দিন হইলো দিনের কাঙ্গাল ——
সময় হইলো ভারী—–
কি ফুল দিয়া পূজা দিব,
ফুল পায়না পূজারী —–।
সজনী গো বন্ধু আমার শ্যামের সাধু
করে আহাজারি ——
নিশি রাইতে রাধার টানে
গান গায় গলা ছাড়ি —–।
সুরের পাগল হইয়া রাধা
করে যে পায়চারি ——
সারা নিশি গেল রাধার
আলগা স্বপন দেখি—-।
শ্রাবণে আসিল ফাগুন
নব বিভাবরী।
#
০১/০৬/২০২০