কাতারে জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। টিভি পর্দা থেকে ঘর, চায়ের দোকান আর অফিসপাড়া—সবখানে ছড়িয়ে পড়েছে মাঠের উত্তেজনা। প্রতিটি ম্যাচের শুরুতে, বিরতিতে ও শেষে সম্প্রচারিত হচ্ছে ম্যাচের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। ফুটবল-বিশেষজ্ঞদের পাশাপাশি এসব অনুষ্ঠানের সঞ্চালকের দিকেও দর্শকের চোখ থাকে।
শ্রাবণ্য তৌহিদা, মৌসুমী মৌ, নীল হুরেজাহান ও রুহানি সালসাবিল—এই চার উপস্থাপককে এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাচ্ছে। তাঁদের কেউ আগে যেমন ক্রিকেট নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, কেউ আবার এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন।