1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসার সতর্কতা বিশ্বব্যাংকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ইউক্রেনে চলমান রাশিয়ার হামলার কারণে খাদ্য, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাংক। খবর বিবিসি।


গতকাল বুধবার (২৫ মে) একটি মার্কিন ব্যবসায়িদের এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস বলেছেন, ‘আমরা কীভাবে মন্দা এড়াতে পারি সেই পথ বের করা’ কঠিন।

তিনি আরও বলেন, চীনে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আবারও একাধিক লডাউন মন্দার উদ্বেগকে বাড়িয়ে তুলছে।


কোনো পূর্বাভাস ছাড়া ডেভিড ম্যালপাস বলেন, ‘আমরা বৈশ্বিক জিডিপির দিকে তাকাই তাহলে দেখব, কীভাবে মন্দা এড়াতে পারি তা সেই পথ বের করাই এখনই কঠিন। আর জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার বিষয়টি নিজ থেকেই মন্দা শুরু করার জন্য যথেষ্ট।’

বিশ্ব অর্থনীতি সংকুচিত হতে পারে এমন ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে ডেভিড ম্যালপাসের মন্তব্যগুলোই সর্বশেষ সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে।


এর আগে, গত মাসে চলতি বছরের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মোট পূর্বাভাসের প্রায় ৩ দশমিক ২ শতাংশ পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি