পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী ৬২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
এ ঘটনায় মামলার পর গতকাল সোমবার দুপুরে পুলিশ আসামি রবিউলকে (১৮) গ্রেফতার করেছে।
এর আাগে ওই বৃদ্ধার ছেলে ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়ে বাড়ি থেকে নিজ ঘরে ফিরছিলেন। এ সময় পথে লিসান, রবিউলসহ পাঁচজন তার পথরোধ করে। পরে তারা তাকে স্থানীয় চৌকিদারের বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২ নম্বর আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।