সুনামগঞ্জ প্রতিনিধি : বীরাঙ্গনা বাসন্তী ধরের পাশে দাঁড়ালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরাঙ্গনাকে লাল সবুজের চাদর ও শাড়ি উপহার দেয়া হয়। তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।
শুক্রবার রাতে শহরের জেল রোড এলাকায় বীরাঙ্গনা বাসন্তী ধরের বাড়িতে তাকে দেখতে যান তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাউসার আলম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বীরাঙ্গনা বাসন্তী ধরের বয়স ৮০ বছর। বর্তমানে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবেও তার খোঁজখবর নিচ্ছি। তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বীরাঙ্গনা বাসন্তী ধর জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য নার্স হিসেবে নিয়োজিত ছিলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেন।