নিউজ ডেস্ক ::সিলেটের বালাগঞ্জ বোয়ালজুর ইউনিয়ন কালিবাড়ী বাজার থেকে একটি কালো নীল রঙ্গের ডিসকাভার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যাহার রেজিস্ট্রেশন নাম্বার B.Baria- LA-11-0469 ইঞ্জিন নম্বর- JN GD76382, চেসিস নাম্বার- MD2DSJNZZ।
শনিবার ১৩ ফেব্রুয়ারী বেলা ২ঘটিকার সময় মোটরসাইকেলটি চুরি হওয়ার পর মালিক মোঃ কালাম হুসেন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাড়ি মালিক জানান,বালাগঞ্জে বোয়ালজুর ইউনিয়নের কালিবাড়ী বাজার এলাকা থেকে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ করে ৩ঘটিকার সময় মদিনা মার্কেট এ এসে আমি দেখতে পারি আমার নীল কালো রং এর ডিসকাভার গাড়িটা যে স্থানে রেখে গিয়েছিলাম তা নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে বালাগঞ্জ থানায় বিষয়টি জানিয়েছি,(জিডি নং-৫৪৭ /১৪-০২-২১)।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান’র সাথে কথা বলে জানা যায়, কামাল নামের এক ভুক্তভোগীর গাড়ি চুরির বিষয়ে অভিযোগটি হাতে পেয়েছি। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোর চক্র কে আটকের চেষ্টা চলছে।