1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতের শেয়ার ঊর্ধ্বমুখী, পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ব্যাংকিং খাতের শেয়ারের ঊর্ধ্বমুখীতে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের শেয়ারের মধ্যে ৩০টির দাম বেড়েছে।

একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনশেষে ডিএসই’তে দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি গত বছরের জুলাই মাসের পর একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন।

এদিকে বৃহস্পতিবার (২৭ মে) দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৪টি কোম্পানির ৮৯ কোটি ৭ লাখ ১৮ হাজার ৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা।

আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো ২ হাজার ৮ কোটি টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে উন্নীত হয়।

এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৯ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হয়।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯৭ কোম্পানির ৫ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৩৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি