স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারতকে আরও একদফা জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের দ্বিতীয় চালানটি ভারতের রেডক্রস সোসাইটি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় এই চালানে রয়েছে ২ হাজার ৬৭২ বাক্স ওষুধসহ করোনা প্রতিরোধে ১৮ ধরনের চিকিৎসা সরঞ্জাম। এর আগে, গত ৬ মে ভারতে পাঠানো প্রথম চালানে ১০ হাজার বোতল ইনজেকটেবল অ্যান্টি-ভাইরাল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার দুই দেশের সীমান্ত বন্দর পেট্রাপোলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তার দ্বিতীয় চালান হস্তান্তর করেছে। এই চালানে রয়েছে ২ হাজার ৬৭২ বাক্স ওষুধ। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকস, প্যারাসিটামল ও বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে ওষুধ হিসেবে। অন্যদিকে হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে এই চালানের সহায়তা উপকরণে।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল এক বিবৃতিতে জানায়, খুব দ্রুত গতিতে ভারতে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই দেশটিকে করোনা প্রতিরোধে জরুরিভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ।
বার্তায় আরও বলা হয়, সংক্রমণে ভারতের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সমবেদনা ও দুঃখপ্রকাশ করছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে এবং সংহতি প্রকাশ করছে। এই সময়ে বাংলাদেশ ভারতকে যথাসাধ্য সহযোগিতা করে যাবে।