ভারতের ত্রিপুরায় মুসলিম সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে ভারত সরকারের নমনীয়তা ও প্রশাসনের অসহযোগিতার জন্য তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, ভারতের ত্রিপুরায় পৌর নির্বাচন চলছে এবং বিধান সভা নির্বাচন চলছে, মোদি সরকার বরাবরের মত সাম্প্রদায়িক উষ্কানি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন।
বক্তারা আরো বলেন, কুমিল্লার বিষয়ে যেসকল সুশীল সমাজ ও মূল ধারার সংবাদ মাধ্যম এগিয়ে এসেছিলেন তাদের নিরবতার ভাঙ্গার দাবি করে সভাইকে এই বিষয়ে আওয়াজ তুলার আহবান জানান।
ভারতের ফাঁদে পা দিয়ে কেউ যাতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বক্তারা জানান।
এতে গণ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সিলেট জেলা ও সিলেটের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।