ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। শনিবার শনাক্তের সংখ্যা পৌঁছে গেল সাড়ে তিন লাখের দোরগোড়ায়। পাশাপাশি দৈনিক মৃত্যুও আড়াই হাজার ছাড়াল এই প্রথমবার।
গত ২৪ ঘণ্টায় দু’লক্ষাধিক সুস্থ হয়ে উঠলেও গত এক সপ্তাহ ধরে সক্রিয় রোগী বাড়ছে এক লাখেরও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান উল্লেখ করে স্থানীয় গণমাধ্যম শনিবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় ভারতে মোট প্রাণ হারালেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।
আক্রান্ত বৃদ্ধির জেরে সক্রিয় রোগীও বাড়ছে। যা স্বাস্থ্য সেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবার দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৩২৪। যার জেরে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হলো ২৫ লাখ ৫২ হাজার ৯৪০।
এ দিকে কোভিড সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে সংকটজনক রোগীর সংখ্যা। সেই সঙ্গেই তীব্রতর হচ্ছে হাসপাতালে শয্যার সংকট।