নার্গিস রহমান
তোমার ভালবাসার বৃষ্টিতে ভিজিয়েছিলে
তোমার স্নিগ্ধতায় আমার দেহ মন,
আমাকে নেশার মত কাছে টেনেছিলে
সে নেশা ছুটে গেছে তোমার।
যে নেশায় আমাকে কাছে পাওয়ার জন্য
তুমি পাগল হয়েছিলে,
মাতাল হাওয়ায় সে চোখের নেশা
ছুটে গেছে তোমার।
নির্ঘুম রাতের স্বপ্ন দেখার
আমার সাত রাজার ধন তুমি,
যোগাযোগের সব পথ ছিন্ন করে
চলে গেছো আমায় ছেড়ে।
এক দেখাই জীবন হলো নড়বড়ে
আমাকে অতল তলে তলিয়ে,
দিয়ে গেলে সাগরে
চলে গেলে দূর বহুদূরে।