সিলেটে দু’দিনে একাধিকবার ভূমিকম্পের ফলে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা এলাকায় পাশাপাশি দুটি ছয়তলা ভবন একে অপরের ওপর হেলে পড়েছে। এতে বাসিন্দাদের ওই ভবন থেকে সরে যেতে বলা হয়েছে।
নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকায় আহাদ টাওয়ার নামের ভবনটি শনিবারই হেলে পড়ে বলে জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়রের পরামর্শে রোববার সকাল থেকে ভবনের ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
শনিবার রাতেই মেয়র মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়র বলেন, ভবন দুইটি দুই ফুটের মতো কাত হয়েছে। বাসিন্দাদের দ্রুত বাসা ছাড়তে বলা হয়েছে। বাসা দুইটি নির্মাণের অনুমতিসহ কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসা দুইটি আগে থেকেই কাত ছিল না-কি ভূমিকম্পে কাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ভবনের মালিক থাকেন বাহরাইনে। একজন তত্ত্বাবধায়ক ভবনের দেখাশোনা করেন। আমরা বাসিন্দাদের বলেছি, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টার মধ্যে চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট অঞ্চল। রোববার ভোরে আরও একদফা ভূমিকম্প হয়।