নিউজ ডেস্ক ::মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন-সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, সাধারণ সম্পাদক এস. ডি চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি সঙ্গীত শিল্পী তপন কুমার সাহা, কোষাধ্যক্ষ মো. আজির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান, তত্ত্ব ও প্রযুক্তি সম্পাদক শাহ সাজু, দপ্তর সম্পাদক ইসমাঈল আলী টিপু, মহিলা সম্পাদিকা শাহানা আক্তার জেরিন, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য শিপন চন্দ জয়, রফিক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আলহাজ্ব বশির মিয়া, মোজাক্কির আহমদ নাজু, মো. শাহজাহান, আব্দুর রব খিজির, সাইফুর রহমান, আজহার মাহমুদ, রোটারিয়ান স্বপন মাহমুদ প্রমুখ।