করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানা ব্যবস্থা নিচ্ছে সরকার। সংক্রমণ রোধে মাস্ক পরার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এরই মধ্যে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
মাস্ক না পরে বাইরে বের হলে জরিমানা দিতে হবে। যদি তাতেও কাজ না হয়, মানুষের মধ্যে সচেতনতা না আসে তবে মাস্ক না পরার অপরাধে জেলে দেয়ার চিন্তাও করছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিষয়ে আরও কঠোর হচ্ছে সরকার। এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। এভাবে দেখা হবে ৭ থেকে ১০ দিন। এরপরও মাস্ক না পরলে জেলের বিধান কার্যকর করা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।