সুরাইয়া পারভীন লিলি
ছোট বেলার দিনগুলি ছিলো যে ভালো
ছিলো না দুঃখ কষ্ট চিন্তা ভাবনা
কেটেছে দিন ভালো।
মায়ের মুখটি দেখলে বেজার
ছাড়তাম না আঁচল,
রেগে গিয়ে বলতেন মা আমায়
তুই খুবই বাঁচাল।
পিছে পিছে ঘ্যান ঘ্যান করতাম
খাও না গো মা ভাত,
রাগ করেছো মিছেমিছি
হয়েছে যে রাত।
পারতাম না আর আমি যখন
মাকে একলা পটাতে,
বিচার দিতাম দাদীর কাছে
ঝগড়া মেটাতে।
লেখিকা ::মহিলা সম্পাদিকা,স্বর্ণালি সাহিত্য পর্ষদ,সিলেট।