সুরাইয়া পারভীন লিলি
মা বাবা আমার চোখের মনি
তাঁরা আমার হ্রদপিন্ড,
মা বাবা ছাড়া আমার জীবন
হয়ে যাবে অন্ধ।
তাঁরা আমার কলিজার টুকরা
আমি তাঁদের হ্রদপিন্ড,
আমায় বিহীন তাঁরা যেন
পৃথিবী দেখে অন্ধ।
মা বাবা আমার পৃথিবীর আলো
আমার সামনে এগিয়ে যাওয়ার আশ্বাস
আল্লাহ ও রাসুলের পরেই তাঁরা
আমায় করে বিশ্বাস।
তাই তো খোদা বলি তোমায়
তৌফিক দাও হে মোরে,
জীবন দিয়েও যেন তাঁদের বিশ্বাস
আমি রাখতে পারি ধরে।
লেখিকা::কবি ও মহিলা সম্পাদিকা,স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এবং সিনিয়র স্টাফ নার্স,সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল।