মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের ঘটনায় দেশটির বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার মিয়ানমারের শাসক দলের শীর্ষ নেতাদের সে দেশের সেনাবাহিনী আটক করার ঘটনায় গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের বিরাজমান পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার ভোরে উইন মিন্ট ও অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির টেলিফোন ও ইন্টারনেট সেবা।
বিবিসির বার্মিস সার্ভিস জানিয়েছে, নাইপিডোতে স্থগিত করা হয়েছে দেশটির পার্লামেন্ট অধিবেশন এবং টেলিফোন, ইন্টারনেট ও টিভি চ্যানেল সম্প্রচারও বন্ধ করা হয়েছে দেশটিতে।
ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউনত সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিনত এবং অন্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি।
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হলো।