1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

মিয়ামিতে ধসে পড়া ভবনের নিচে এখনও জীবিত মানুষ রয়েছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিয়ামির উত্তরাঞ্চলে ধসে পড়া ১২ তলা আবাসিক ভবনটির নিচে এখনও অন্তত ৯৯ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসাবশেষের নিচে জীবিত মানুষের অস্তিত্ব টের পেয়েছেন তারা। তবে ইট-সিমেন্টের স্তূপের নিচে আটকা পড়া কাউকে উদ্ধারের খবর এখনও জানা যায়নি। নিখোঁজদের পরিবার পরিজনরা ধসে পড়া ভবনের পাশেই স্বজনদের ফেরার অপেক্ষা করছেন।

সরকারি হিসাবে এ ঘটনায় এ পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও ৯৯ জন নিখোঁজ রয়েছেন বলেও দাবি করছে স্থানীয় প্রশাসন। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসহ জরুরি বিভাগ রাতভর ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার চ্যম্পলিন টাওয়ার নামে মিয়ামির ওই আবাসিক ভবনের একাংশ আচমকা ধসে পড়ে। এসময় ভবনটিতে কত জন ছিলেন, সেটি নিশ্চিত করে জানাতে পারছে নো কোনো সূত্র। ৪০ বছর পুরনো ভবনটির একাংশ ঠিক কী কারণে এভাবে ধসে পড়লো তাও এখনও জানা যায়নি।

কর্মকর্তারা বলছেন, ভবন ধসের ঘটনায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। আর দু’জনকে হাসপাতালে পাঠাতে হয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি