মেট্রোরেলের চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে আজ রোববার। তবে যাত্রা শুরু করলেও ট্রেনে কোনো যাত্রী থাকবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকালে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার আরিফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সকাল ১০টার পর মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরি হচ্ছে। এ যাত্রায় কোনো যাত্রী নেয়া হচ্ছে না। আর যে জাপানি চালক ট্রেনটি চালাবেন, তিনি পিসিসিএল কোম্পানির চালক৷
আরিফুর রহমান বলেন, ‘ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর দিয়ে পরীক্ষণের জন্য চলাচল করবে৷ চালক থাকবেন একজন জাপানি। তবে নিরাপত্তার স্বার্থে এখনি তার নাম বলছি না আমরা। যাত্রা শুরু করলেও কোনো যাত্রী ট্রেনে থাকবেন না।’
তিনি জানান, ‘ট্রেনটি বিদ্যুতে চলবে। চলতে চলতে যদি কখনও বিদ্যুৎ চলে যায়, তাহলেও কোনো সমস্যা হবে না। কারণ ট্রেনটিতে নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা থাকবে। ট্রেনটি ব্রেক করলে ওই বিদ্যুৎ তৈরি হবে।’
সূত্র জানিয়েছে, আজ রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করার কথা রয়েছে মেট্রোরেলটি।