রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় নিহতের নাম মরিয়ম বেগম (৪৮)। তার বাড়ি লক্ষ্মীপুরে। কভার্ড ভ্যানের চালক স্বামী নূর ইসলামের সঙ্গে মাতুয়াইলের মুসলিম নগরে থাকতেন তিনি।
নিহতের মেয়ে জান্নাত আক্তার বলেন, আমি ও মা মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এসময় একটি যাত্রীবাহী বাস মাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী নূর ইসলাম বলেন, আমার স্ত্রী মেয়ের সঙ্গে শনিরআখড়া মার্কেটে যাচ্ছিল জুতা ও কসমেটিক সামগ্রী কেনার জন্য। এসময় মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় সে।
যাত্রাবাড়ী থানার এসআই শামছুল আলম জানান, এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।