স্টাফ রিপোর্টার:: গত ২৫ জুলাই রবিবার রাত ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আজমল হোসেন কে প্রেমের ফাঁদে ফেলে হয়রানির অভিযোগে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
জানা গেছে,সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের রায়পুর গ্রামেন আকমল হোসেনের পুত্র আজমল হোসেন প্রেমের প্রলোভনে বিভিন্ন নারীদের সাথে বিভিন্নভাবে ছবি তোলে জিম্মি করে।এরই সূত্র ধরে পরে বড় অংকের টাকার চাপ দেয় এবং স্যোশাল মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে আসছিল।তেমনি এক নারী সুনিয়া মোস্তফা একটি অভিযোগ করে পুলিশের কাছে। এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার ডিবি কার্যালয়ের কর্মরত অফিসার বদিউজ্জামান বলেন,আকমলের বিরুদ্ধে একাদিক নারীকে প্রেমের ফাদে ফেলে সুকৌশলে ছবি তোলে পরে টাকা আদায় সহ স্যোশাল মিডিয়ায় প্রচারে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।বিষয়টি আমরা খতিয়ে দেখছি ও আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ চলছে।