ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক শোক বার্তায় বলেছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতান এই তারকার ছিল বর্ণিল ক্যারিয়ার। ফুটবলের বাইরেও ছিলেন আলোচিত সমালোচিত। বিংশ শতকের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি।