1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:০২ অপরাহ্ন

‘যাত্রাপথ বিপজ্জনক, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাবেন না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টে গুয়াতেমালায় পৌঁছেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানকার অভিবাসনপ্রত্যাশী নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গুয়াতেমালার নাগরিকদের সতর্ক করে দিয়ে কমলা হ্যারিস বলেন, যাত্রাপথ বিপজ্জনক। আর যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকেই ফিরে আসতে হবে। এতে কেবল পাচারকারীদেরই লাভ হবে।

সোমবার (৭ জুন) গুয়াতেমালা-যুক্তরাষ্ট্র সরকারি পর্যায়ের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে আনার দায়িত্ব কমলা হ্যারিসকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের জন্য কমলা এ সফরে গেছেন বলে জানিয়েছেন তার দফতরের এক কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্থিক সংকট-দুর্নীতিসহ সীমান্ত সংকটের মূলে যা আছে তা খুঁজে বের করে সমাধানের দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, দারিদ্র-দুর্নীতি এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার অভাবে মধ্য আমেরিকা থেকে বহুমানুষই যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে মরিয়া। ট্রাম্প আমলেও ওই অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের যে ঢল নেমেছিল, তার মধ্যে গুয়াতেমালার নাগরিকরাও ছিলেন।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি