1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের গাড়ি নির্মাণ খাতে বড় ধস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

যুক্তরাজ্যের নতুন গাড়ি নির্মাণের সংখ্যা গত বছর এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। সংখ্যায় হিসাব করলে এটি দাঁড়ায় ৯ লাখ ২১ হাজারের কম, যা কিনা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। খবর বিবিসি।

জানা গেছে, গত বছর তৈরি হওয়া গাড়ির প্রকৃত সংখ্যাটি হচ্ছে ৯ লাখ ২০ হাজার ৯২৮। ২০১৯ সাল থেকে সংখ্যাটি ২৯ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডার্স চিফ মাইক হাওয়েস বলেন, এটি একটি ভয়াবহ বছর ছিল।

তিনি বলেন, মহামারীর কারণে বাধ্যতামূলকভাবে কারখানা বন্ধ থাকা এবং গ্রাহকদের চাহিদা হ্রাস পাওয়ার কারণে উৎপাদনে গত কয়েক দশকের মাঝে এমন পতন দেখা গেছে। তবে তিনি আশাবাদী যে ভ্যাকসিনের বিস্তৃত বিতরণ এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি ২০২১ সালের উপাদানকে উৎসাহিত করবে।

যুক্তরাজ্যের উৎপাদন এবং রফতানি বাজারে পতন দেখা গেছে যথাক্রমে ৩০ দশমিক ৪ শতাংশ এবং ২৯ দশমিক ১ শতাংশ। হাউসের মতে, যুক্তরাজ্যে নির্মিত ১০টি গাড়ির আটটিরই অভিমুখ বিদেশের দিকে, যা ইইউর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্বকে জোরালো করেছিল।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি