নিজস্ব প্রতিনিধি::জৈন্তাপুর উপজেলার সদরের নিজপাট পানিয়ারাহাটি গ্রামে অবস্থিত সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলটি গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র যুবলীগ নেতা ভূমিখেকো শামিম আহমদ ও তাহার সহযোগী খন্দকার শফিউল আলম (রাসেল),পংকি,আব্দুল মুতলিব সহ প্রায় ১৫/২০ জন ভূমি খেকোরা স্কুলের ভবন দখল করে বিদ্যালয়ে যাবতীয় কাগজ পত্র বই পুস্কক কম্পিউটার,ল্যাপটপ,প্রিন্টার, সহ স্কুলের অফিস রুমের ভিতরে টাঙ্গানো জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার টাঙ্গানো ছবি লোট করে নিয়ে যায়।বর্নিত ঘটনার পরিপেক্ষিতে জৈন্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর ও জৈন্তাপুর মডেল থানায় ও আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।