রাজধানীর বারিধারার বাসা থেকে মাদকসহ গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ আগস্ট) গুলশান থানার দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পিয়াসাকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক।
বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১ আগস্ট রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর ডিবি উত্তরের একটি দল তাকে আটক করেছে।
ফারিয়া মাহবুব পিয়াসা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। বছর চারেক আগে বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সাফাতসহ তার বন্ধু-সহযোগীরা গ্রেফতার হলে ওই সময় আলোচনায় এসেছিলেন পিয়াসা।