স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা তাদের দেশে ফেরত যাবেন। ভাসানচর ও আশপাশের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এ থানা প্রতিষ্ঠা করা হয়েছে।
মঙ্গলাবার দুপুরে নবগঠিত ভাসানচর থানা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ^র ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে নতুন এ থানা গঠিত হয়েছে। এটি নোয়াখালী জেলার দশম থানা।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান এবং ‘ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩’র প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
একজন পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ), দুইজন উপ-পরিদর্শক (এসআই), চার জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ নিয়ে নবগঠিত ভাসানচর থানার কার্যক্রম শুরু হয়েছে।