র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তাকে বদলি করা হয়।

সোমবার রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রায় ৬ বছর ধরে একই দায়িত্বে থাকায় তাকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র‌্যাব যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার।

গত বছর ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারির মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানের নেতৃত্বেও ছিলেন তিনি।

সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজাও দেন তিনি।

সর্বশেষ গত শনিবার মোহাম্মদপুরে তিনি তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পেয়ে জরিমানা করেন।

গত ১০ আগস্ট গাজীপুরে নানা অনিয়মের অভিযোগে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেনব র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শহরের আউটপাড়া এলাকায় হাসপাতালটিতে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, লাইসেন্সবিহীন হাসপাতালগুলো লাইসেন্স নিতে ব্যর্থ হলে, সে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। কোনোভাবেই স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই বদলির পেছনে অন্য কোনো কারণ নেই। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্কেরই অংশ।’

এইচআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *