লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আলজাজিরা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) লিবিয়ার সেক্রেটারি জেনারেল মারি এল-ড্রেস বলেন, ভূমধ্যসাগরীয় শহরে আরও ১০ হাজার ১০০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ বলে জানিয়েছিল। এই ঝড়টি দেশের অন্য এলাকায় প্রায় ১৭০ জন মারা গেছেন।
দেরনার মেয়র আবদেল-মোনেইম আল-গাইথি বলেছেন, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে, গত রোববার (১০ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় ড্যানিয়েল’র আঘাতে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো ধ্বংস্তুপে পরিণত হয়েছে। দুটি বাঁধ এবং চারটি সেতু ভেঙে যাওয়ায় ডেরনার বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। সেখানে প্রায় ১ লাখ মানুষ বসবাস করেন।