করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে সেই আসনটি শূন্য হয়ে যায়। সেই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার।
উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর গত ২৫ আগস্ট ৪ সেপ্টেম্বরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে, গত ২৮ জুলাই কঠোর লকডাউন চলাকালে নির্বাচনের নির্ধারিত দিন থাকায় এর দুদিন আগে (২৬ জুলাই) উচ্চ আদালতের এক নির্দেশে উপনির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার দিন দশমিক ৫২ লাখ ভোটার ১৪৯টি কেন্দ্রে ভোট দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শফি আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।