শিশুদের মাজে জাফলং ট্যুরিস্ট পুলিশের মাস্ক বিতরণ

মো.জাহাঙ্গীর আলম(গোয়াইনঘাট প্রতিনিধি):: সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটক শিশুদের মাজে মাস্ক বিতরণ করছে জাফলং ট্যুরিস্ট পুলিশ। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর ) সকাল থেকে দিনভর জাফলং পর্যটন এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পর্যকদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ জানান, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায়
ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে জাফলং পর্যটনকেন্দ্র গুলোতে আমরা মাস্ক বিতরণ ও
জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যে শিশুদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *