1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

শুভ জন্মদিন শ্রদ্ধেয় – ড. সাহেদা আখতার ম্যাডাম।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১

একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবনের প্রতিটি স্তরে অসংখ্য শিক্ষকের সান্নিধ্য লাভ করে, প্রতিজন শিক্ষক শ্রদ্ধাস্পদ হলেও একজন শিক্ষার্থীর কাছে সকল শিক্ষক প্রিয় হয়ে উঠতে পারেন না, তদ্রূপ আমার শিক্ষাজীবনেো অসংখ্য শিক্ষকের স্নেহধন্য আমি৷ শিক্ষকদের অকৃত্রিম স্নেহ ও দিক নিদর্শনায় আমি আজি দেশের অন্যতম বিদ্যাপীঠ এস,সি কলেজে বাংলা বিভাগের অধ্যয়নের সুযোগ লাভ করেছি। এখানে এসে আমি এমন একজন শিক্ষকের সন্ধান পেয়েছি তিনি আমার জীবনের পাওয়া শিক্ষককে অতিক্রম করে গেছেন৷ কলেজের বাংলা বিবাগের ভর্তি হওয়ার প্রাক্ষালে দেখে আমি শ্রদ্ধায় অবনত হয়েছি। অকপট স্নেহ,ভাষার লালিত্য, কর্মচঞ্চলতা,ন্যায়নিষ্টতা, কর্তব্যপরায়নতা বন্ধুত্বসূলভ আচরন,আধুনিক সৃজন চিন্তা ধারা,সহস্র মানুষ গড়ার কারিগর, আলোকিত পথের মুক্তির দিশারী ও রুল-মডেল, সর্বপরি মাতৃস্নেহ দিয়ে তিনি আমাদের হৃদয় মনিকোঠায় চির ভাস্কর হয়ে উঠেচছেন। যিনি এইসকল গুনের অধিকারী।যিনি আমার পরম আত্মার যিনি আমার পথপ্রদর্শক, তিনি আর কেউ নন,আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম,সি কলেজের বাংলা বিভাগের স্বনামধন্য একজন তাপস আমাদের পরম শ্রদ্ধেয় সহযোগী অধ্যাপক ডঃ সাহেদা আখতার ম্যাম। আজ ম্যামের জন্মদিন। তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আলোকবর্তিকা নিয়ে।যার প্রভায় দূরীভূত হবে অজ্ঞানরূপ তপসা,স্ফুরিত হবে জ্ঞানের আলোকবর্তিক।

আজকের এই শুভ দিনে শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন রইলো আপনার জন্য। জীবনের প্রতিটি ক্ষণ হয়ে উঠুক আনন্দময়। বিপদ মুক্ত হোক আপনার চলার পথ। আপনার দীর্ঘায়ু যেনো আমাদের আয়ূক্ষণকে দীর্ঘায়িত করে। আপনার স্নেহ ছায়ায় যেনো অনেক বছর পথ চলা হয় আমাদের। আমরা আপনাকে শিক্ষক রূপে মাতার মতো একজন অভিভাবক হিসেবে পেয়েছি সবসময়। আপনার উদারতার স্পর্শে আমরা প্রতিনিয়ত বিনয়ী হয়ে ওঠার শিক্ষা পাই। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য, শত কৃতজ্ঞতা আপনার প্রতি। শুভ জন্মদিন, প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।

নওশাদ উদ্দীন বাংলা বিভাগ শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬ এম,সি কলেজ সিলেট ।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি