নিউজ ডেস্ক ::সিলেটের জৈন্তাপুর নিজপাট ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল মৌলা চৌধুরী ,যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর জৈন্তা ১৭ পরগনা শালিশ সমন্নয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তাহাকে সামাজিক বিচার সংক্রান্ত অনিয়ম ও পক্ষপাতিত্বের কারনে এবং জৈন্তাপুর রাজ পরগনার পক্ষ থেকে দেয়া দায়িত্ব বিষয়ে পরগনার মুরব্বীদের সাথে অনিয়ম, জৈন্তাপুর রাজ পরগনার বিষয়ে অশালীন
মন্তব্যকরায় এবং একাধারে, পরপর পরগনার ৭টি বৈঠকে তাকে উপস্হিত হয়ে আত্নপক্ক সমর্থনের সুযোগ দেয়া সত্বেও জৈন্তাপুর রাজপরগনাকে তুচ্ছ তাচ্ছিল্য করায় ও পরগনার প্রথাগত ঐতিহ্য ভংগ করায় জৈন্তা রাজপরগনার ৭টি খেল ও খাস এর মুরব্বীদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ২৩ ফেব্রুয়ারী ২০২১ ইং জৈন্তাপুর রাজ পরগনার যাবতীয় বিষয় থেকে তাকে বয়কটের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
২৭ ফেব্রুয়ারী শনিবার ছিলো পরবর্তী ফলোআপ বৈঠক।এ বৈঠক বানচাল করার জন্য আবুল মৌলা ও তার অনিয়মের সহযোগীরা স্হানীয় প্রশাসনকে ভূল তথ্য ও মিথ্যার আশ্রয় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে পরগনার বৈঠক পন্ড করতে সম্পূর্ণ ব্যর্থ হয়।পরগনার পরবর্তী বৈঠক আগামী ২রা মার্চ২০২১,জৈন্তাপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ ও রাজ পরগনার মুরব্বীদের সমন্নয়ে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান সাথে তার অফিসে অনুষ্ঠিত হবে।